ভোটের এক বছর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

কলকাতা : রাজ্য বিজেপিতে ‘ধাক্কা’। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে সোমবার তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দিলেন।

বস্তুত, এ বার সরাসরি ‘ভাঙন’ শুভেন্দু অধিকারীর ঘরেই। ভোটের প্রস্তুতিতে এক বছর আগে থেকেই কোমর বাঁধা শুরু হচ্ছে বলে যখন দাবি করছে বিজেপি, তখন দল ছেড়ে তৃণমূলে চলে গেলেন তাদের বিধায়ক।

তাপসী মণ্ডলের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার অন্য ‘রাজনৈতিক তাৎপর্য’-ও রয়েছে। প্রথমত, তাপসী মণ্ডল শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য। দ্বিতীয়ত, তিনি শুভেন্দুবাবুর নিজের জেলার নেত্রী এবং বিধায়ক। তাপসী মণ্ডল একটা সময়ে ছিলেন সিপিএমে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যখন গোটা রাজ‍্যে তৃণমূলের জয়জয়কার, সেই নির্বাচনে তাপসী মণ্ডল কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে হলদিয়া আসনটিতে জেতেন।

প্রসঙ্গত, তৃণমূলের তরফে শুভেন্দুবাবু নিজে তখন হলদিয়া ‘দেখভাল’ করতেন। কিন্তু তৎসত্ত্বেও সিপিএমের হয়ে জিতেছিলেন তাপসী মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =