রামপুরহাটের ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জার: রাজ্যপাল

কলকাতা: রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দার্জিলিং সফর কাটছাঁট করে বুধবার একদিনের জন্য কলকাতায় ফিরে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ইতিমধ্যেই মমতা-রাজ্যপাল ‘পত্রাঘাত’ শুরু হয়ে গিয়েছে। বগটুই হত্যাকাণ্ডের পর রাজ্য ও রাজ্যপালের সংঘাত আরও চরমে উঠল। বুধবার সন্ধ্যায় রাজ্যপালকে পশ্চিমবঙ্গে ঘটে চলা বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে একটি শব্দও বলব না। কারণ, প্রধানমন্ত্রী নিজেই বলে দিয়েছেন। এই বিষয়ে তাঁর ভাবনা স্পষ্ট। আমি নিশ্চিত আপনারা সবাই তা শুনেছেন। এই ধরনের হত্যাকাণ্ড আমরা সাম্প্রতিক অতীতে দেখিনি। তিনি এর প্রতিবাদ করেছেন।’

রাজ্যপালের কথায়, ‘মহিলা ও শিশুদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে – গণতন্ত্রে এর থেকে কষ্টের আর কিছু নেই। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ‘রাজ্যপালের মন্তব্যে অন্য দলের সুবিধা হচ্ছে।’ অন্যদিকে রাজ্যপালও বলেছিলেন, ঘটনা ধামাচাপা দিতেই সিটকে দিয়ে তদন্ত করানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =