দুর্গাপুর : শুক্রবার হঠাৎ দুর্গাপুরের বেনাচিতি বাজারে পৌঁছেছেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। রাজ্যপালকে হঠাৎ বাজারে দেখে সেখানে উপস্থিত লোকেরা অবাক এবং খুশি হন।
রাজ্যপাল প্রথমে একটি চায়ের দোকানে চাও খেলেন। এরপর তিনি সবজি বিক্রেতাদের সাথে কথা বলেন। দোকানদারদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমি বাজারে এসেছি… আমি মানুষের সমস্যা বুঝতে পেরেছি… আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝতে পেরেছি… এর ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
সবজি কেনাকাটা শেষ করার পর, তিনি বিক্রেতাদের চকলেট দিয়ে বাজার থেকে তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। ।

