নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: বর্ধমান রেল স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে জলের ট্যাংক ভেঙে যাওয়ার ঘটনায় যে সকল যাত্রীরা গুরুতর আহত হন, তাঁদের দেখতে বৃহস্পতিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দবোস। যদিও বর্ধমান মেডিক্যাল কলেজের ইমারজেন্সির সামনে আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়ে যায় সন্ধ্যা থেকেই। পাশাপাশি বর্ধমান পুলিশ ও জেলা প্রশাসনও খবর পেয়ে হাসপাতাল চত্বরে হাজির হয়ে যায়। জানা গিয়েছে, রাজ্যপাল বোলপুর শান্তিনিকেতনের সৃজনি অডিটরিয়ামে বক্তব্য রাখার সময় আহতদের দেখতে যাওয়ার কথা বলতেই হাসপাতাল চত্বরে শুরু হয়ে যায় সাফাই অভিযান। এদিন রাত ৮টা নাগাদ হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের শারীরিক অবস্থার কথা জানান রাজ্যপাল।