কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই রায়ের পরে রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার এ ব্যাপারে তাঁর বার্তাকেই আরও স্পষ্ট করে তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্য সরকার আইনি পথে এই সমস্যার সমাধানের চেষ্টা করবে এবং চাকরি হারানোদের পাশে থাকবে।
রায়ের পরপরই চাকরি হারানোদের একাংশের ক্ষোভ ও বিরক্তির প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কেউ কী বলছেন, সেটা তাঁদের ব্যক্তিগত রুচি। কিন্তু এই সহমর্মিতার জবাবে প্রতিক্রিয়া থাকা উচিত।”
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা আইনি প্রক্রিয়াতেই খতিয়ে দেখা হবে। চলতি বিতর্কের প্রভাব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে পড়বে কিনা—এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আশ্বাস দেন, “ফল প্রকাশে কোনও দেরি হবে না। পর্ষদের সঙ্গে কথা হয়েছে, খুব শিগগিরই ফল প্রকাশের দিন ঘোষণা করা হবে।”
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরি হারানোদের সঙ্গে বৈঠকে বসে তাঁদের আশ্বাস দেন, এবং জানান—যোগ্যদের চাকরি রক্ষা করতেই তাঁরা সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চাইবেন।