মাঝ আকাশে নজরে এল বিমানের ব্লেড ভাঙা, এমারজেন্সি ল্যান্ডিং দমদম বিমানবন্দরেই

দমদম বিমানবন্দর থেকে টেক অফ করার পরই  বিপত্তি। মাঝ আকাশ থেকে তড়িঘড়ি বিমানবন্দরে ফের নামানো হল ব্যাংককগামী একটি স্পাইসজেটের বিমান। কারণ, টেক অফের পরই পাইলটের নজরে আসে বিমানের বাঁ দিকে ইঞ্জিনের একটি ব্লেড ভাঙা। বিপদের আশঙ্কা করে বিমানের পাইলট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত সম্পূর্ণ এমারজেন্সি ঘোষণার কথা জানান তিনি। এরপরই স্পাইসজেটের ওই যাত্রীবাহী বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়। এমন ঘটনা ঘটে দমদম বিমনবন্দরে রবিবার রাত ১টা বেজে ১১ মিনিট নাগাদ। বিমানবন্দর সূত্রে খবর, ১৭৮ জন যাত্রী ছিল বোয়িং ৭৩৭ এসজি ৮৩ এই বিমানে। মাত্র ১৮ মিনিটের মধ্যেই স্পাইসজেটের ওই বিমানটিকে কলকাতা বিমানবন্দরে নামিয়ে আনা হয়। খতিয়ে দেখার পর জানা যায়, বিমানটির একটি যান্ত্রিক ত্রুটি ছিল। এই ঘটনার জেরে মধ্যরাত ১টা বেজে ১১ মিনিট থেকে রাত ২টো পর্যন্ত মিনিট পর্যন্ত ফুল এমারজেন্সি ঘোষণা করা হয় কলকাতা বিমানবন্দরে। বিমানের জরুরি অবতরণের সঙ্গে সঙ্গেই অগ্নি নির্বাপক যন্ত্র, অ্যাম্বুল্যান্স, এবং সিআইএসএফ -এর জরুরি টিমকে মোতায়েন করা হয় বিমানবন্দর চত্বরে। এদিকে দ্রুত নামিয়ে আনা হয় সকল বিমানযাত্রীকে। ছয়জন ক্রু সদস্যও ছিলেন ওই বিমানে। তাঁদেরও নিরাপদে বের করে আনা হয়। এরপর সোমবার সকাল পর্যন্ত বে-তেই বিমানটিকে রেখে পরীক্ষা করা হয়। এরপর ওই বিমানটির উড়ান বাতিল করে একটি বিকল্প বিমানে সোমবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন ১৭৮ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য। উড়ানের জন্য গোটা রাত বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় যাত্রীদের।ফলে  বেজায় ক্ষুব্ধ হন তাঁরা। গন্তব্যে পৌঁছতেও অনেকটা দেরি হয় যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + twelve =