নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় নন্দী যিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরপর ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে দল তাঁর গতিবিধি বিবেচনা করে টিকিট দেননি বলে দাবি। তারপর থেকেই অভিমানী সঞ্জয় নন্দী। পঞ্চায়েত নির্বাচন কেটে যাওয়ার দীর্ঘ সময় পর অবশেষে এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে পদ্মের পতাকা হাতে তুলে নিলেন তিনি।
বিজেপিতে যোগদান করা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের দাবি, তিনি যখন প্রধান ছিলেন এলাকায় উন্নয়ন করেছেন, তারপর আর তৃণমূল কংগ্রেসের থেকে উন্নয়ন করা যাচ্ছে না তাই তিনি উন্নয়ন যজ্ঞে সামিল হতে বিজেপি পরিবার এলেন। বিজেপি জেলা সভাপতির দাবি, ভোটের আগে এই যোগদান বাড়তি অক্সিজেন দেবে বিজেপিকে।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব¨্যােপাধ্যায় জানান, ওই প্রাক্তন প্রধানের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, দীর্ঘদিন ধরেই দল থেকে তিনি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। কোনও নির্বাচনে তিনি দলীয় পতাকা ধরে এলাকায় প্রচার করেননি। দলীয় কোনও নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রাখেননি। অর্থাৎ ওই ব্যক্তি বর্তমানে তৃণমূল পরিবারের কোনও সদস্য ছিলেন না। বাইরে থেকে কেউ বিজেপিতে ঢুকবে নাকি অন্যজনের ঢুকবে তার দায়ভার তৃণমূল কংগ্রেসের নয়।