ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন পালন আরামবাগে

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিন পালিত হল সোমবার সকালে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা অফিস ও আরামবাগ পুরমণ্ডলের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। অটল বিহারী বাজপেয়ির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিমান ঘোষ, যুব মোর্চার সভাপতি উপাসক দে, অসিত কুণ্ডু, চন্দন দাস সহ অন্যান্য নেতৃত্ব। আরামবাগ শহরজুড়ে ১০০ টি পতাকা উত্তোলন করেন আরামবাগ পুরমণ্ডলের সভাপতি বিশ্বজিত ঘোষ।

সোমবার পুরমণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ তিনি অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে আরামবাগের চাঁদুর ভাটার মোড় থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে পুরাতন বাজারে পতাকা লাগালেন দলীয় কার্যকর্তাদের নিয়ে। এদিন বিভিন্ন সেবামূলক কাজের মধ্য দিয়ে দিনটি পালন করে সাংগঠনিক জেলা বিজেপি। জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর আজকে ১০০ তম জন্ম দিবস। জন্মদিনে উপলক্ষ্যে গোটা ভারতবর্ষে আজকের দিনটা ধুমধাম সহকারে পালন করা হচ্ছে বিভিন্ন সেবা কাজের মাধ্যমে। আমাদের সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে অটলজিকে নিয়ে অনেক কার্যক্রম রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =