মুম্বই : মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুর ঘটনায় বিনোদন জগতে নেমেছে শোকের ছায়া। ৪২ বছর বয়সী শেফালিকে শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করার পর মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শেফালির হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে। যদিও এখনও তা সরকারিভাবে নিশ্চিত করা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, শনিবার মুম্বই পুলিশের একটি দল এবং একটি ফরেনসিক দল তার বাড়িতে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানে আরও তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “অভিনেত্রী মুম্বইয়ের আন্ধেরি এলাকায় থাকতেন। তাঁর স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা গভীর রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।”
শেফালির বাড়ির নিরাপত্তারক্ষীবলেন, “রাত প্রায় ১০টা বা ১০:১৫ মিনিটের দিকে বাড়ি থেকে একটি গাড়ি খুব দ্রুত বেরিয়ে যায়। গাড়ির কালো কাঁচ থাকায় ভিতরে কে আছে তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।
প্রসঙ্গত, শেফালি জরিওয়ালার জন্ম ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে। অভিনেত্রী অনেক টিভি শো, চলচ্চিত্র এবং গানের অ্যালবামে কাজ করেছেন। শেফালি ‘নাচ বালিয়ে’ শোতেও অংশগ্রহণ করেছিলেন। তিনি ‘বিগ বস ১৩’-তে প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন। শেফালির প্রথম বিয়ে হয়েছিল ২০০৪ সালে সঙ্গীতশিল্পী হরমিত সিংয়ের সঙ্গে। ২০০৯ সালে তাদের দুজনেরই বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০১৫ সালে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন এই অভিনেত্রী।