শিলিগুড়ি : ফের শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন। সোমবার রাতে মার্কেটের রাধাগোবিন্দ মন্দিরের কাছে একটি দোকানে আচমকাই আগুন লাগে।
সেই অগ্নিকাণ্ডের জেরে বাজারে উত্তেজনা ও শোরগোল ছড়ায়। খবরে পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।
স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় দমকলের কর্মীরা আগুন নিভিয়েছেন। তিন মাসের মধ্যে বিধান মার্কেটে এই নিয়ে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।