দুই পরিবারের সংঘর্ষে ছুরির কোপে আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: ছোট ছেলে নিয়ে দুই পরিবারের ব্যাপক সংঘর্ষে ছুরির কোপ মারার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। আহত ৫। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার উপরজবা গ্রামের।
সূত্র মারফত জানতে পারা যায়, গড়বেতা থানার উপরজবা গ্রামের বাসিন্দা করম উদ্দিন মণ্ডলের পরিবারের সঙ্গে ছোট ছেলেদের সমস্যা নিয়ে পাশের বাড়ি জান মহাম্মদ মণ্ডলের পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে প্রথমে বচসা তারপর হাতাহাতি শুরু হয়। অভিযোগ, প্রথমে প্রতিবেশী করমউদ্দিন মণ্ডলের পরিবারের লোকজনকে রড ও শাবল দিয়ে মারধর করতে থাকেন জান মহাম্মদের পরিবারের সদস্যরা। হঠাৎ করেই অভিযুক্তের পরিবারের লোকজন ছুরি এনে এলোপাথাড়ি কোপ দিতে থাকেন করম উদ্দিন মণ্ডলের পরিবারের সদস্যদের, ঘটনায় গুরুতর আহত হন চারজন।
মারপিটের ঘটনা দেখে প্রতিবেশী অঞ্জলা বিবি নামে এক মহিলা মারপিট থামাতে গেলে তাঁকেও ছুরির আঘাত করা হয় বলে অভিযোগ। এরপর আহতদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 7 =