তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য শিবপুর এলাকায়

হাওড়ার শিবপুর এলাকায় তৃণমূল কর্মীকে গুলি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর বুধবার রাত এগারোটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে জি টি রোডের রাস্তার ধারে বসে গল্প করছিলেন ওই তৃণমূল কর্মী। হাওড়া শিবপুর থানা অন্তর্গত পি এম বস্তির সামনেই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর ওই তৃণমূল কর্মীর নাম আব্দুল কাদির ওরফে প্রেম, এলাকাতে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলেই পরিচিত। আচমকাই তাকে লক্ষ করে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। দু রাউন্ড গুলি চালানো হয় বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তাকে সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কোলকাতায় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে আহত ওই তৃণমূল কর্মীর অবস্থা যথেষ্টই সঙ্কটজনক। গুলি চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। রাজনৈতিক শত্রুতা না কি পুরানো শত্রুতার জেরে এই ঘটনা তাই নিয়েও তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হবে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে।

প্রসঙ্গত গত মাসে হাওড়ার লিলুয়া এলাকাতে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাশ মিশ্রের গাড়িতে গুলি চালানোর অভিযোগ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 13 =