ফের কলকাতায় অগ্নিকাণ্ড। উল্টোডাঙার মার্বেল গুদামে আগুন লাগল মঙ্গলবার। দমকলের ৫টা ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায় কয়েক ঘণ্টা ধরে। দুপুর একটাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
মঙ্গলবার উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার একটি মার্বেল গুদামে আগুন লাগে সকাল সাড়ে দশটা নাগাদ। আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ঘটনাস্থলে আসে দমকলের ৫টা ইঞ্জিন। আশপাশের বহুতল বাড়ি থেকে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। গুদামের ভেতরেও ঢোকেন কয়েকজন দনকলকর্মী। তবে গুদামের মধ্যে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকার চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন যাতে আশপাশের বহুতলে ছড়িয়ে না পড়ে সে জন্য আগুনের উত্স পর্যন্ত যাওয়ার আগেই আশপাশের জায়গাও ঠান্ডা রাখার কাজ শুরু হয়। প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।