হাওড়া : হাওড়া পুরসভার মূল ভবনের সামনে এক ভোররাতের দুর্ঘটনায় প্রাণ গেল দু’জন কর্মীর। বুধবার ভোরে, মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর অফিসের সামনের একটি বহু পুরনো ইউক্যালিপটাস গাছ আচমকাই ভেঙে পড়ে। গাছের নিচে ছিলেন স্বাস্থ্যকর্মী উমেশ মাহাতো এবং অস্থায়ী সিকিউরিটি গার্ড নুর মোহাম্মদ। দু’জনকে আহত অবস্থায় দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর। তবে তাঁদের পৌঁছনোর আগেই কার্যত মৃত্যু হয় দু’জনের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পুরসভাকে গাছটির ঝুঁকির কথা জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, প্রশাসনের উদাসীনতার কারণেই ঘটেছে এই প্রাণহানি।
ঘটনাস্থলে যান মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী, পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌঁছন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। ফিরহাদ বলেন, “এটা ‘ব্যাড লাক’ ছাড়া কিছু নয়। ঝড়বৃষ্টিও হয়নি। একজনের ছেলেকে চাকরি এবং দুই পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।”
তবে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই পাল্টা বলেন, “গাছটি অনেক দিন হেলে ছিল, কিন্তু নজরই দেয়নি পুরসভা। কোনও প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই এই মৃত্যু, দায় কে নেবে?”
শহরের বুকে প্রশাসনিক ভবনের সামনে এমন মৃত্যু নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ও তীব্র ক্ষোভ।