নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: নিরাপত্তার দাবি নিয়ে বর্ধমান স্টেশনের রেলের চালকদের মূল অফিসের সামনে বিক্ষোভ দেখালেন রেলের চালকদের পরিবারের সদস্যরা। শনিবার সকালে বিক্ষোভের জেরে স্টেশন চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শুক্রবার রাতে বেশ কিছু বহিরাগত দুÜৃñতী বর্ধমান স্টেশন সংলগ্ন রেলওয়ে কোয়ার্টারে ঢুকে কয়েকজন চালকের পরিবারের সদস্যদের মারধর করে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
তাঁরা জানিয়েছেন, কারও ছেলে বা কারও ভাই বা কারও স্বামী সকালে বাড়ি থেকে বের হচ্ছেন কয়েক হাজার যাত্রী নিয়ে ট্রেন চালাতে। হাজার হাজার মানুষের জীবন সেই চালকের হাতে থাকে। সকলকে সুরক্ষিত ভাবে তাঁদের গন্তব্যে পৌঁছন ট্রেনের চালকরা। অথচ তাঁদেরই পরিবারের সদস্যরা সুরক্ষিত নেই। রেল দপ্তর তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করুক। তা না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এই বিষয়ে বর্ধমান স্টেশন মাস্টার কোনও মন্তব্য করতে চাননি।