বৃহস্পতিবার ভোট চলাকালীন বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিস্ফোরণ ও গুলি চলার অভিযোগ মিলেছে। যদিও এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবারের পর বৃহস্পতিবারও বালুচিস্তান প্রদেশে বিস্ফোরণ হয়। রাস্তার ধারে বোমা ফেটে প্রাণ গিয়েছে দুই নিরাপত্তারক্ষীর। জখম অন্তত ৯ জন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে. তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের টঙ্ক জেলার টঙ্ক শহরে একটি ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তারক্ষীদের উপর জঙ্গি হামলা হয়। এলোপাথাড়ি গুলিতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে সূত্রের দাবি। নির্বাচনের আগের দিনও জঙ্গি হামলা হয়েছিল পাকিস্তানে। আফগানিস্তানের সীমান্তবর্তী বালুচিস্তান প্রদেশে জোড়া বিস্ফোরণে ৩০ জনের প্রাণ গিয়েছিল।
ক্রমাগত হিংসার জেরে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিও উঠেছিল একাধিক শিবিরের তরফে। ভোট চলাকালীন হামলা হতে পারে এই আশঙ্কা ছিল আগেই। সেই আশঙ্কা সত্যি করে নির্বাচন চলাকালীন জোড়া হামলা হল পাকিস্তান।