মহুয়াকাণ্ডে রিপোর্ট পেশ এথিক্স কমিটির, তুমুল হট্টগোলে ২টো পর্যন্ত মুলতুবি অধিবেশন

মহুয়াকাণ্ডে লোকসভায় রিপোর্ট পেশ করল এথিক্স কমিটি। বেলা ১২টার পর রিপোর্ট জমা পড়েছে। মহুয়ার সাংসদ পদ থাকবে, না তা খারিজ করে দেওয়া হবে, তা-ও চূড়ান্ত হয়ে যেতে পারে শুক্রবারই। এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে এথিক্স কমিটি। সেই রিপোর্ট নিয়ে লোকসভা কোন পথে এগোবে, তা স্পিকার ঠিক করবেন। আপাতত অধিবেশন মুলতুবি রাখা হয়েছে। এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় জমা পড়ার পর তুমুল শোরগোল শুরু হয়। হইচইয়ের মাঝে সভা মুলতুবি করে দেওয়া হয়। দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি থাকবে।

লোকসভায় ঢোকার আগে মহুয়ার মুখে শোনা গিয়েছে কাজী নজরুল ইসলামের কবিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, ‘আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের। ‘অসত্যের কাছে কভু নত নাহি কর শির/ ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।’ নজরুল-কাব্যের এই দুই পংক্তি হিন্দিতে অনুবাদ করেও শোনান মহুয়া। তার পর বলেন, ‘এঁরা বস্ত্রহরণ শুরু করেছে। এ বার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 12 =