মমতার ‘হুমকি’ মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কড়া অবস্থান

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হুমকি’ মন্তব্য নিয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম কোনও মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এতটা কড়া সুরে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

কমিশন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, সেই ঘটনার ভিডিও ক্লিপিং চেয়ে পাঠিয়েছে কমিশন। একই সঙ্গে ওই বক্তব্যের অনুবাদও চাওয়া হয়েছে রাজ্যের সিইও অফিস থেকে।

বৃহস্পতিবার এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্য নির্বাচনী আধিকারিক যদি সীমা ছাড়িয়ে কিছু করেন, তা হলে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাঁস করে দেব।” সঙ্গে অভিযোগ করেন, সিইও তাঁর অফিসারদের হুমকি দিচ্ছেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং মন্ত্রী অরূপ বিশ্বাসও।

নির্বাচন কমিশনের এক কর্তা জানান, “যেহেতু অভিযোগটি সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে, তাই কমিশন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। অভিযোগের প্রমাণসহ সমস্ত তথ্য দিতে হবে লোকপালকে।”

কমিশনের তরফে শুক্রবারই মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিডিও ও তার ইংরেজি অনুবাদ চাওয়া হয়েছে। এক দিনের মধ্যেই সেই ক্লিপ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সিইও অফিসকে।

এ ব্যাপারে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে প্রশ্ন করলে তিনি জানান, কমিশনের আলাদা একটি দল রয়েছে যাঁরা কে কী বললেন, করলেন, সেই বিষয়গুলো নজরে রাখেন। কাজেই আলাদা করে সিইও অফিস থেকে কোনও তথ্য পাঠানোর ব্যাপার নেই। তবে সূত্রের খবর শনিবার ওই ভিডিও চেয়ে পাঠিয়েছে দিল্লির নির্বাচন কমিশন।

বস্তুত, মমতার হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই কমিশনে চিঠি দেয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানান। চিঠিতে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য গণতন্ত্রের ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 2 =