এসআইআর-এর অগ্রগতি দেখতে রাজ্যে এল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

কলকাতা : এসআইআর প্রক্রিয়া পর্যালোচনার জন্য রাজ্যে এল ‍ভারতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল । মঙ্গলবার সকালে কলকাতা বিমান বন্দরে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে আসে দলটি । এদিন কলকাতায় প্রথম পর্যায়ের ইভিএম সংক্রান্ত কর্মশালায় অংশ নেন তাঁরা।

কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ এবং মালদায় এসআইআর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবে কমিশনের প্রতিনিধি দল । পাশাপাশি কলকাতা উত্তর ও দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা ।

উল্লেখ্য, রাজ্যে চলছে এসআইআর, এই আবহে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে রাজ্যে এসআইআর-এর অগ্রগতি খতিয়ে দেখবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =