ইডি-র আধিকারিকদের স্ক্যানারে সল্টলেকের প্রোমোটার অয়ন

বলাগড়, চুঁচুড়া ও ব্যাণ্ডেলে অভিযান চালানোর পাশাপাশি এবার ইডির নজর পড়েছে সল্টলেকে। সল্টলেকের এফডি ব্লকের অয়ন শীল নামে এক প্রোমোটারের খোঁজে অভিযানে নেমেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে ছজনের একটি দল এসে হানা দেয় শনিবার বিকেলে। ইডি-র তরফ থেকে এ খবরও মিলছে যে এই অয়ন শীল নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। চুঁচুড়ায় শান্তনুর সঙ্গে একাধিক প্রোজেক্টও করেছেন অয়ন। যেমন, চুঁচুড়ার জগুদাসপাড়া এলাকায় শান্তনুর যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের প্রোমাটার অয়ন শীল। সেই সূত্র ধরেই চুঁচুড়ায় অয়নের বাড়িতে গিয়েছিলেন ইডির অফিসাররা। কিন্তু অয়ন সেই সময় সেখানে ছিলেন না। তারপরই সল্টলেকের এফডি ব্লকের এই বাড়িতে হানা বলে জানা যাচ্ছে। এরপরই এই বাড়ির সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীকে।
এদিকে সল্টলেকের এফডি ব্লকের স্থানীয়রা জানান, এই বাড়িটি অয়নের নিজের নয়। তিনি এই বাড়িতে ভাড়া থাকেন। প্রায় তিন বছর ধরে এই বাড়ির একতলা ভাড়া নিয়ে রয়েছেন অয়ন শীল। তবে এই বাড়িটিতে অয়ন কেবল থাকতই না, এখানে কার্যত নিজের অফিসও খুলে বসেছিল সে। সূত্র মারফত জানা যাচ্ছে প্রোমোটিং-এর ব্যবসার পাশাপাশি প্রোডাকশন হাউসের কাজও নাকি করত অয়ন। এবার নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অয়নের কী যোগ ছিল, সেই সব দিকগুলি খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। সেই সব বিষয় নিয়েই ইডির স্ক্যানারে অয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twenty =