কলকাতা : রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপর প্রবর্তন নির্দেশালয় (ইডি)। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটে চালকল মালিক বারিক বিশ্বাদের বাড়িতে হানা দিল ইডি। এই বারিক বভিস্বাস রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত।
ইডি সূত্রের খবর, বসিরহাটের ওই ব্যবসায়ীর চালকল-সহ মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযান চলছে বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটেও। রেশন দুর্নীতি মামলায় যে বিপুল পরিমাণ টাকার তছরুপ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, সেই টাকার সঙ্গে বারিকের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান।
ভোরের অন্ধকার থাকতে থাকতেই সিজিও কমপ্লেক্স থেকে রওনা দিয়েছিল ইডি-র টিম। মঙ্গলবার ভোরে ইডির অফিসাররা পৌঁছে যান বসিরহাটের সংগ্রামপুরে। রেশন দুর্নীতি মামলার তদন্তে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে অভিযান চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সঙ্গে ছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালি, বনগাঁর অভিজ্ঞতার পর এ বার কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ানকে সঙ্গে নিয়ে বারিকের ডেরায় গিয়েছে ইডির তদন্তকারী দল।