জোরালো তীব্রতার ভুমিকমে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তিমোর দ্বীপপুঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকা। ইউরোপিয়ান-মেটিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৬.৪। কম্পনের উৎসস্থল ভূগর্ভ থেকে ১৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ২১ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে কুপাং এলাকার আশপাশের গ্রাম এবং শহরের অধিবাসীরা কম্পন অনুভূত করেছেন। ভূমিকম্পের ফলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি ঘরবাড়িতে সামান্য ফাটল দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানকার মেয়রের দপ্তরেও নাকি সামান্য ফাটল দেখা দিয়েছে।