পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পরল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতাল থেকে বাকি পরীক্ষা দিল অসুস্থ ছাত্রী

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক  পরীক্ষার্থী। ছাত্রীর নাম পায়েল দাস। তার বাড়ি হুগলির আরামবাগ ব্লকের তিরোল পঞ্চায়েতের বেড়াল গ্রামে। ছাত্রীটি পরীক্ষা দিচ্ছিল হুগলির আরামবাগ ব্লকের তিরোল হাইস্কুলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে সে, শুরু হয় শ্বাসকষ্ট। এরপরে অজ্ঞান হয়ে যায় পরীক্ষা কেন্দ্রেই। জ্ঞান ফিরতেই ওই ছাত্রী বলে তার  হাত পা ও শরীর  জ্বালা জ্বালা করছে। স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যকর্মীদের নিয়ে এসে দেখায়। তারাও কিছু বুঝতে না পেরে স্থানান্তরিত করে দেয় আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখান থেকে আবার অসুস্থ পরীক্ষার্থী পায়েল দাসকে স্থানান্তরিত করা হয় আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে।  অসুস্থ পরীক্ষার্থীর হাসপাতলে অক্সিজেন চলে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। যদি সুস্থ হয়ে ওঠে সেই জন্য স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার খাতা এবং পেপার পাঠায় হাসপাতালে।
এই প্রসঙ্গে স্কুলের এক শিক্ষিকা জানায়, পরীক্ষা শুরুর আধঘণ্টা পরেই হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয়। আমরা দ্রুত চিকিৎসার জন্য আরামবাগ হাসপাতালে নিয়ে আসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =