অসময়ে বৃষ্টিতে সমস্যায় মেলা কমিটি, মাঠেই গর্ত, ভূগর্ভে পাঠানোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া জেলা পাত্রসায়ের ব্লকের চরগোবিন্দপুর শঙ্খ সাধের উদ্যোগে গ্রামীণ মকর মেলা। মকর সংক্রান্তি উপলক্ষে গ্রামের শুরু হয়েছে মেলা, মেলার তৃতীয় দিনে কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে গ্রামবাংলা থেকে হারিয়ে যাওয়া যাত্রা অনুষ্ঠান। তার আগে তুমুল অকাল বৃষ্টি, লণ্ডভণ্ড মেলার মাঠ, মেলার মাঠে হাঁটু জল, মাঠ থেকে জল কী ভাবে সরাবেন ভেবে কুল পাচ্ছিলেন না মেলা কমিটি, এমতবস্থায় মাঠেই গভীর গর্ত করে ভূগর্ভে জল পাঠানোর প্রাণপণ চেষ্টা মেলা কমিটির সদস্যদের, যাতে করে নির্বিঘ্নে যাত্রা অনুষ্ঠান সম্পন্ন করা যায়। যদিও শেষ পর্যন্ত শুধুমাত্র বৃষ্টির জন্য তাদের সমস্ত অনুষ্ঠান বন্ধ করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =