অন্ডাল: ইসিএল-এর কাজোড়া এরিয়ার পড়াশকোল কোলিয়ারির পাশে একটি ফাঁকা এলাকায় বৃহস্পতিবার হঠাৎই ধস নামে। বৃষ্টি শুরু হতেই কয়লা অঞ্চলে ফের ধসের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রায় ২০ ফুট বৃত্তাকারে এলাকা জুড়ে ধস নামে। ধসের ফলে ২০ ফুট গর্তের সৃষ্টি হয়। বিশাল কুয়োর আকারের ওই গর্তে জল জমে যায়। ঘটনাস্থলের অদূরেই রয়েছে ইসিএল-এর আবাসিক কলোনি। পাশাপাশি একটি কয়লা খনিও রয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে কোলিয়ারি কর্তৃপক্ষ ঘটনাস্থল কাঁটা তার দিয়ে ঘিরে দেয়। ওই কোলিয়ারির ম্যানেজার জানান, অবিরাম বৃষ্টিতে মাটি ভিজে আলগা হয়ে গিয়েছে, যার কারণেই ধসের সৃষ্টি হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইসিএল কর্তৃপক্ষ ধসজনিত স্থানে মাটি ভরাট করার কাজ চালাচ্ছে। স্থানীয় লোকজন জানান, কয়লা উত্তোলনের পরে খনি গর্ভে নিয়মমাফিক বালি ভরাট না হওয়ার কারণে এলাকায় প্রায়শই ধসের ঘটনা ঘটছে।