জব কার্ড হোল্ডারদের নথি সংগ্রহে শিবির

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের মুখ্যমন্ত্রী মমতা ব¨্যােপাধ্যায় নির্দেশ দিয়েছেন জব কার্ড হোল্ডারদের কার কত টাকা বকেয়া রয়েছে, তার তথ্য সংগ্রহ করে তাঁকে নথিপত্র পাঠাতে। সেই মতো আজ রবিবার রাজ্যের অন্যান্য জায়গার মতো অণ্ডাল ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের পক্ষ থেকে নথি সংগ্রহ করার জন্য শিবির খোলা হয়। শিবিরে জব কার্ড হোল্ডারদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জব কার্ড নম্বর সহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হচ্ছে। আগামী ২৫ তারিখ পর্যন্ত শিবির চলবে।
উল্লেখ্য, ১০০ দিনের কাজে বেনিয়মের অভিযোগে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ। সেই সঙ্গে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজও। রাজ্য সরকারের অভিযোগ, প্রতিহিংসার কারণে কেন্দ্র একশ দিনের প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না। প্রাপ্য টাকা আদায় করে আনতে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জব কার্ড হোল্ডারদের নিয়ে দিল্লি গিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও টাকা দেওয়ার দাবিতে বসেছিলেন ধর্নাতে। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =