কলকাতা : মুর্শিদাবাদে পুলিশের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
২০২২ সালে বিজেপি-র লালবাজার অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছিল। সেই সময়ে আহত একাধিক পুলিশকর্মীর সঙ্গে দেখা করতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমে বলেছিলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় দুষ্কৃতীদের মাথায় গুলি করা উচিত!
জঙ্গিপুরে মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে বুধবার সেই বিষয়ের উল্লেখ করে দিলীপবাবুর কটাক্ষ, ”অভিষেক তো বলেছিলেন কপালে নাকি গুলি করতেন, আজ রক্ত ঠান্ডা হয়ে গেছে! দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুক!”
বিজেপি নেতার খোঁচা, “এমন করলে তৃণমূলের সিংহাসন টলে যাবে, রাস্তায় নেমে আসতে হবে। তাই ভয়ে সকলে চুপ।”