◆ নেতাদের দল বেঁধে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা
কলকাতা : বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
শুক্রবার তথাগতবাবু লিখেছেন, “আমি চল্লিশ বছরের উপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। সে হিসেবে একজন সংঘপ্রচারক তেষট্টি বছর বয়সে বিয়ে করতে চলেছেন, শুনে হেঁচকি খেলাম বই কি। তবে যাই হোক, ওঁর ব্যক্তিগত ব্যাপার। নবদম্পতির সুখী বিবাহিত জীবন কামনা করছি।”
তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, “অনেক অভিনন্দন দিলীপ ঘোষ দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে। Again Congratulations!”
এর প্রতিক্রিয়ায় বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, “সেই ঘোষ বাবু যদি তার স্ত্রীর সাথে সংসার করতে পারতেন তাহলে আজকে তার স্ত্রী হিজাব পড়ে হিন্দুদের নরসংহার করতেন না। সেই আইনজীবীর সাথে যেটা হয়েছে ঠিক হয়নি।। তিনি যদি তার স্ত্রীকে একটু সময় দিতেন তাহলে তার স্ত্রী হয়তো অনেকটা সুস্থ থাকতেন।”
দিলীপ ঘোষের বিয়ে, বিজেপির নেতাদের দল বেঁধে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা
উপহার হাতে শুক্রবার দিলীপ ঘোষের বাড়িতে গেলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে মহিলা মোর্চার সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অন্যান্যরা।
দিলীপবাবুর নিউটাউনেরর বাড়িতে বেশ কিছুক্ষণ থাকেন তাঁরা। দিলীপবাবুর হাতে তুলে দেন ফুল, উপহার। কথা বলেন তাঁর মায়ের সঙ্গে। সংঘের সঙ্গে যুক্ত দিলীপ সংসারী! দল কী বলছে? এই প্রশ্ন উঠতেই সুকান্তবাবু বলেন, “বিয়েতে আপত্তি কীসের?’
দিলীপবাবুর বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। রাজ্য বিজেপির নেতারা শুক্রবার দল বেঁধে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার বিকেলে ঘরোয়া এবং অনাড়ম্বর অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ।
বিকেল সাড়ে ৫টায় বিবাহের সময় স্থির হয়েছে। দিলীপের জননী-সহ অন্য পরিজন এবং পাত্রী রিঙ্কু মজুমদারের পরিজনেরা থাকবেন। দু’-একজন বন্ধুবান্ধবও থাকবেন। ওই সময়টুকু বাদ দিলে বিয়ের কারণে দিলীপবাবুর কর্মসূচির কোনও অদলবদল হচ্ছে না।