নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: বুধবার রাতে যে জায়গায় বাধা দেওয়া হয়, বৃহস্পতিবার সকালে সেই জায়গাতেই জনসংযোগে সামিল হন দিলীপ ঘোষ। চলে চা চক্র। সংবাদমাধ্যমের সামনেই বর্ধমান থানার আইসিকে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। প্যান্ট খুলে নেওয়া হবে আইসির। এমনকি রাস্তায় যেখানেই আইসিকে দেখবেন সেখানেই আটকাবেন। কী করে তিনি চাকরি করেন তাও দেখে নেবেন বলে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। পাশাপাশি ডিএম, এসপি অফিসও ঘেরাও করে রেখে দেবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, বুধবার রাতে জনসংযোগে বেরিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান শহরের বীরহাটা এলাকায় এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশের কোনও অনুমতি না থাকার দাবিতে দিলীপ ঘোষকে বাধা দেয় পুলিশ। যদিও বিজেপি প্রার্থীর দাবি, কোনও প্রচারই ছিল না। শুধুমাত্র ব্যবসায়ীদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলেন। তার জন্য কীসের অনুমতি নিতে হবে? পুলিশের সঙ্গে দিলীপ ঘোষ ও বিজেপি কর্মীদের বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সহ দিলীপ ঘোষের।