কলকাতা : বুধবার সাতসকালে কলকাতার তিনটি স্থানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালিয়েছে। এই অভিযান ডিজিটাল অ্যারেস্ট কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কালী কৃষ্ণ ঠাকুর স্ট্রিটে কমল সিং-এর বাসভবনে ইডি তল্লাশি চালায়। সেখানে একটি ঘরে চারজন মহিলার উপস্থিতি পাওয়া যায় এবং ইডি কর্মকর্তারা সেই ঘরে তল্লাশি চালান।
ডিজিটাল অ্যারেস্ট কেলেঙ্কারিতে, প্রতারকরা সরকারি কর্মকর্তার পরিচয়ে নাগরিকদের ফোন করে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ভয় দেখিয়ে অর্থ আদায় করে। এই ধরনের প্রতারণায় কলকাতার এক বাসিন্দা ৩.৪ কোটি টাকা হারিয়েছেন। ইডির এই অভিযান ডিজিটাল অ্যারেস্ট কেলেঙ্কারির মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত হয়েছে।
তদন্ত চলমান রয়েছে এবং ইডি কর্মকর্তারা আরও তথ্য সংগ্রহে ব্যস্ত। এই ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে, নাগরিকদের অজানা নম্বর থেকে আসা ফোন কলের বিষয়ে সতর্ক থাকা এবং সন্দেহজনক পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।