উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ধামির, শপথ নিলেন ৮ মন্ত্রীও

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। বুধবার দুপুরে দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে (Oath Taking Ceremony) উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ধামি। পুষ্করকে দেবভূমির মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির একঝাঁক হেভিওয়েট। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি, উত্তর প্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গোয়ার ভাবী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া প্রমুখ বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও, জিততে হবে পুষ্করকে। কারণ এবারের বিধানসভা নির্বাচনে খাতিমা আসন থেকে তিনি হেরে গিয়েছেন।

এদিন পুষ্কর সিং ধামি ছাড়াও ৮ জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই ৮ জন হলেন-সতপাল মহারাজ, ধ্যান সিং রাওয়াত, সুবোধ উনিয়াল, প্রেমচাঁদ আগরওয়াল, রেখা আর্য, গণেশ জোশি, চন্দন রাম দাস ও সৌরভ বহুগুণা। এদিন শপথ নেওয়ার পর পুষ্কর সিং ধামি জানিয়েছেন, আগামীকাল, ২৪ মার্চ আমাদের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে…আসন্ন দশক হবে উত্তরাখণ্ডের, এবং আমরা তা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আমাদের রাজ্যের উন্নয়নে আজ থেকেই কাজ শুরু করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =