নয়াদিল্লি : এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিককে কর্মীদের কাজের সূচি তৈরির কাজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল দেশের উড়ান নিয়ন্ত্রক ডিজিসিএ।
সেই সঙ্গে এয়ার ইন্ডিয়াকে এই তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছে তারা। এই তিন জনের এক জন বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট।
জানা গেছে, ডিজিসিএ-র কোপের মুখে পড়েছেন এয়ার ইন্ডিয়ার ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চূড়া সিংহ, ডিরেক্টরেট অফ অপারেশন্স ক্রু শিডিউলিংয়ের চিফ ম্যানেজার পিঙ্কি মিত্তল এবং ক্রু শিডিউলিং প্ল্যানিংয়ের পায়েল অরোরা। অভিযোগ, এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের সূচি তৈরির দায়িত্বে থাকা এই তিন আধিকারিক কাজের নিয়ম মানেননি।