নিজস্ব প্রতিবেদন, জামুড়িয়া: রবিবার জামুড়িয়ায় ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বেলবাদ এলাকার জঙ্গলে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় এলাকায়। কয়েক বিঘা এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে রানিগঞ্জ ফায়ার ব্রিগেডের একটি দল আসে। দু’টি ফায়ার ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এই বনের পরিচর্যাকারী অনুপ ঘোষ জানান, কয়েক বছর আগে এই এলাকায় ইসিএলের উদ্যোগে গাছ লাগানো হয়েছিল, এই বিধ্বংসী আগুনে প্রায় তিন থেকে চার হাজার গাছ পুড়ে গিয়েছে। ভূতবাংলার স্থানীয় বাসিন্দা স্বপন মাঝি জানান, এই অগ্নিকাণ্ডের ফলে বনের বিশাল এলাকা সম্পূর্ণ পুড়ে গিয়েছে, ফলে এলাকার প্রকৃতিক ভারসাম্য নষ্ট হবে বলে জানান তিনি।
রানিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মানব কুমার সেন জানান, কী ভাবে আগুন লেগেছে তা তদন্তের পর বোঝা যাবে। তবে এই অগ্নিকাণ্ডের ফলে বিপুল সংখ্যক গাছ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।