দেউচা – পাঁচামি : রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এপিডিআরের

কলকাতা : দেউচা-পাঁচামিতে ‘মানবাধিকার সংগঠন’ এপিডিআর-এর প্রতিনিধি দলকে ডেউচা ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দেউচা – পাঁচামিতে প্রকৃত তথ্য উদ্ঘাটনে গিয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়েই ফিরেছেন আট সদস্যের এক প্রতিনিধি দল।

পার্থ মুখার্জি, রানু ঘোষ, বিপ্লব ভট্টাচার্য, জয়গোপাল দে, গৌরাঙ্গ মন্ডল, শুভাশিস ঘোষ প্রমুখ সে কথা জানিয়ে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। বীরভূম জেলা ঘুরে দুইদিন পর শহরে ফিরে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ওই সফরের কথা বিস্তারিত জানিয়েছেন। অভিযোগ, এপিডিআর এর তরফে ফ্যাক্ট ফাইন্ডিং দলকে তথ্য অনুসন্ধানে বাধাদানের চেষ্টা করেছে শাসকদলের মদতপুষ্টরা।

এর ফলে, রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হতে চলেছে এপিডিআর। সংগঠনের সাধারণ সম্পাদক রাংতা মুন্সি এক প্রশ্নের জবাবে বলেন, রাতভর সিউড়ি শহরের বাসস্ট্যান্ড লাগোয়া হোটেলে পুলিশ তাদের নজরবন্দী করে রাখে। গতিবিধির উপর সাদা পোশাকের পুলিশও বরাবর নজর রাখে। আরও অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের দীর্ঘ সময় আটকে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 1 =