সমাজে অশুভ শক্তির বিনাশ হোক, প্রার্থনা অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: মহাষষ্ঠীর দিন জগদ্দল, ব্যারাকপুর, টিটাগড় সহ নিজের সংসদীয় ক্ষেত্রের একাধিক পুজোর তিনি উদ্বোধন সাংসদ অর্জুন সিং। পুজোর উদ্বোধনে এসে সাংসদ অর্জুন সিং জানান, মায়ের কাছে তাঁর প্রার্থনা সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ হোক। আর মায়ের আশীর্বাদে সকলের জীবনে আসুক সুখ ও সমৃদ্ধি। সাংসদের কথায়, মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার এই শ্রেষ্ঠ উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এবার মহালয়ার পরদিন থেকেই দুর্গাপুজো ঘিরে আনন্দে মতোয়ারা বঙ্গবাসী।
মহাষষ্ঠীর সন্ধেয় শুক্রবার জগদ্দলের গোলঘর পার্ক দুর্গাপুজো কমিটির পুজোর উদ্বোধন করেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এখানকার পুজো এবারে ৫৬তম বর্ষে পদার্পণ করল। পেখম মেলে থাকা ময়ূরের আদলে এখানে মণ্ডপ সাজানো হয়েছে। এদিন ব্যারাকপুর শিউলির রিয়া গীতাঞ্জলি আবাসনের চতুর্থ বর্ষের পুজোর উদ্বোধন করেন ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + thirteen =