কলকাতা : নবান্ন অভিযানে যোগ দেওয়ার আগে বিধানসভার চত্বর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরা কোনও সংঘাতে জড়াব না।’’ এর পরেও পুলিশি তৎপরতা নিয়েও সরব হন তিনি।
তাঁর প্রশ্ন, ‘‘পুলিশের এত ব্যারিকেড দেওয়ার কী প্রয়োজন? মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি।’’ আর জি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষের বিষয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘হাই কোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। যদি তদন্ত নিয়ে কোনও অভিযোগ থাকে তবে তা আদালতে জানাতে পারেন।’’
আগেই জানিয়েছিলেন। শনিবার সকালে এদিনের অভিযানে থাকা নিয়ে আবার এক বার নিশ্চিত করেন শুভেন্দু অধিকারী। এক্স পোস্টে বিরোধী দলনেতা জানান, ‘সুবিচারের’ দাবিতে তিনি শনিবারের ‘নবান্ন অভিযান’-এ থাকবেন। তিনি লেখেন, ‘‘নির্যাতিতার মা-বাবার আহ্বানে, সম্মিলিত প্রশাসনিক প্রচেষ্টায় সেই জঘন্য ঘটনা ধামাচাপা দেওয়ার ঘৃণ্য প্রয়াস এবং দোষীদের আড়াল করার উদ্দেশ্যে প্রমাণ লোপাটের চক্রান্তের প্রতিবাদে নবান্ন অভিযানে আমি থাকব।’’
হাতে জাতীয় পতাকা। গলায় কালো কাপড়। ডোরিনা ক্রসিং থেকে শুভেন্দুবাবু রওনা দেন নবান্নের উদ্দেশে। জওহরলাল নেহরু রোড ধরে সেই মিছিল নবান্নে যাওয়ার কথা ছিল।
কিন্তু মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছোতেই তা আটকে দেয় পুলিশ। প্রথমে মিছিল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের আটকায়। ফলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

