পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ, ভোট-হিংসায় মন্তব্য শুভেন্দু অধিকারীর

কলকাতা : পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ, ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “আমরা রবিবার থেকে গণআন্দোলন শুরু করেছি। লোকসভা নির্বাচনে প্রায় ৫০ লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি।

রাজ্যে অনুষ্ঠিত ৪টি উপ-নির্বাচনে ২ লক্ষের বেশি হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। আমি একটি পোর্টাল চালু করছি। যাদের ভোট দিতে দেওয়া হয়নি, তারা নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করা হবে। আমি আইনি লড়াইও শুরু করব।”

উল্লেখ্য, লোকসভা ভোট মিটেছে অনেক দিন হল, তবুও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিংসা থামছেই না। সর্বত্রই আক্রান্ত বিরোধী দলের নেতারা। বিজেপির বহু কর্মী এখনও ঘর-ছাড়া। এই ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানিয়ে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাশাপাশি ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়-সহ বিজেপির অনেক নেতাও।

রাজভবনের সামনে ধর্না ও অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত ধর্নায় বসতে পারবেন তিনি। সেই মতো রবিবার ধর্নায় বসেছেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =