আধিকারিকদের উদাসীনতায় প্রাচীন স্টেশনের জন্মদিন না পালনের দাবি

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: ১৭০ বছরে পদার্পণ করল বর্ধমান রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে তৈরি এই রেল স্টেশন ১৮৫৫ সালের ৩ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল। এই স্টেশনের আধিকারিকদের উদাসীনতায় জন্মদিনটিকে উদযাপন করা হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে তৃণমূল নেতা তথা তৃণমূলের রাজ্য মুখোপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র নিজের রাজ্য গুজরাতের বিষয়ে গুরুত্ব দেন। অন্যান্য রাজ্যের ব্যাপারে তিনি ওত মাথা ঘামান না। এছাড়াও কিছু যাত্রীও জানান, খুবই দুঃখের বিষয়, যাঁরা এই স্টেশনের দায়িত্বে আছেন, তাঁদের বিষয়টি জেনে রাখা উচিত ছিল।
প্রসঙ্গত, বর্তমানে খুবই জনপ্রিয় এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন বর্ধমান জংশন স্টেশনটি। এখন এটি বর্ধমান জংশন স্টেশন হিসাবে পরিচিতি লাভ করেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী ওঠানামা করে এই স্টেশনে। হাওড়া থেকে দিল্লিগামী সমস্ত ট্রেনকে বর্ধমান জংশন স্টেশনের ওপর দিয়েই যাতায়াত করতে হয়। বর্তমান কেন্দ্র সরকার অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুন করে সাজিয়ে তোলার ঘোষণা করেছে এই শতাধী প্রাচীন এই স্টেশনটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 9 =