গঙ্গাসাগর মেলাকে ঐতিহ্য এলাকা ঘোষণার দাবি মানা যাবে না, জানাল কেন্দ্র

নয়াদিল্লি : গঙ্গাসাগর মেলাকে ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করার কোনও প্রস্তাব নেই। কেন্দ্রের স্পষ্ট বার্তা, ১৯৫৮ সালের ‘এনসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেইনস’ (এএমএএসআর) আইন-এর ৪ (৩) ধারার অধীনে আসে না এই গঙ্গাসাগর মেলা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি জানিয়েছেন, ‘জাতীয় মেলা’র স্বীকৃতি দেওয়া হোক তীর্থক্ষেত্র গঙ্গাসাগরকে। সোমবার তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এই দাবি মানা যাবে না।

গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের কি কোনও পরিকল্পনা রয়েছে? সোমবার লোকসভা অধিবেশনে এই কেন্দ্রের কাছে এই প্রশ্ন রেখেছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। লিখিত প্রশ্নে তিনি জানতে চান, যদি কেন্দ্রীয় সরকার এমন কোনও পরিকল্পনা করে থাকে তবে তা বিশদে জানাক। যদি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণার কোনও পরিকল্পনা না থাকে তবে কেন এই তকমা দেওয়া হবে না, সেটাও বিশদে জানানো হোক।

উত্তরে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র আইন অনুযায়ী জরিপের মাধ্যমে সরকার কোনও প্রাচীন স্মৃতিস্তম্ভ বা প্রত্নতাত্ত্বিক স্থানকে হেরিটেজ তকমা দেয়। এই তকমা পাওয়ার ক্ষেত্রে মূল শর্ত হল ওই স্থান বা স্তম্ভের ঐতিহাসিক গুরুত্ব। সেই হিসেবে গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ এলাকা হিসেবে ঘোষণা করার কোনও প্রস্তাব নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =