সভাপতি পদে রাহুলকে ফেরানোর দাবি

বিধানসভা ভোটে পাঁচ রাজ্যে শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের (Congress)। এদিন চলছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। জল্পনা ছিল, ভোটে ভারডুবির পর দায়িত্ব ছাড়তে পারেন গান্ধি পরিবারের সদস্যরা। যদিও সূত্রের খবর, ফের রাহুল গান্ধিকে (Rahul Gandhi) দলের সভাপতি করার জোরাল দাবি উঠেছে। এইসঙ্গে খারাপ সময়ে দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন প্রবীণ নেতারা।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সনিয়া গান্ধি (Sonia Gandhi), সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ও কে সি বেণুগোপাল (KC Venugopal), প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi), রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram) প্রমুখ।

মনে করা হচ্ছিল রবিবাসরীয় বিকেলে দলের বৈঠকে উঠে আসতে পারে নতুন কোনও কংগ্রেস সভাপতির নাম। ইতিমধ্যে গান্ধিদের বিকল্প হিসেবে উঠে এসেছে মুকুল ওয়াসনিকের (Mukul Wasnik) নাম। যদিও তেমনটা না-ই ঘটতে পারে বলে জানা যাচ্ছে। বরং ফের রাহুল গান্ধিকেই সভাপতি করার দাবি তুললেন একধিক কংগ্রেস নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =