মাধ্যমিক , উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্সের পর গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার প্রবণতা থাকেই। এবারও তাই। প্রবল গরম থেকে বাঁচতে, স্কুলের গরমের ছুটিতে যাত্রীরা চাইছেন পাহাড়ে যেতে।
ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই একাধিক গ্রীষ্ম স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল।ভারতের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য উদ্দেশ্যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
যেমন, হাওড়া – হিসার স্পেশাল, হাওড়া – নিউ জলপাইগুড়ি স্পেশাল , হাওড়া – রক্সোল স্পেশাল, শিয়ালদহ – জাগি রোড স্পেশাল, শিয়ালদহ – লখনউ স্পেশাল, কলকাতা – জয়নগর স্পেশাল, মালদা টাউন – নিউ দিল্লি স্পেশাল, মালদা টাউন – আনন্দ বিহার স্পেশাল, ভাগলপুর – নিউ দিল্লি স্পেশাল , আসানসোল – জয়পুর স্পেশাল এবং আসানসোল – আনন্দ বিহার স্পেশাল ট্রেন।
জনপ্রিয় রুটে চালানো এই ট্রেনগুলি ইতিমধ্যেই যাত্রীসাধারণের মনে যথেষ্ট সাড়া পেয়েছে। এরমধ্যে কিছু ট্রেনে ইতিমধ্যেই সিট বুকিং এর পরিসংখ্যান ১০০ শতাংশের বেশি। যেমন হাওড়া – হিসার স্পেশালে ১৫ ই এপ্রিলে সমস্ত শ্রেণীতে গড় ১৫০ শতাংশ, হাওড়া – রক্সোল স্পেশালে ২০ শে এপ্রিলে বুকিং রয়েছে ১২৩শতাংশ।পূর্ব রেলের বাকি স্পেশাল ট্রেন গুলিতেও টিকিটের চাহিদা ঊর্ধ্বমুখী।