বেঙ্গালুরু ক্যাফেতে বিস্ফোরণের জের, দিল্লিতে জারি হাই অ্যালার্ট

বেঙ্গালুরুর রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের জেরে গোটা দেশে আতঙ্ক ছড়িয়েছে। এ বার দিল্লিতেও নিরাপত্তা জোরদার করল পুলিশ। রাজধানীতে এমন হামলার ঘটনা ঘটতে পারে, তেমন আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাই দিল্লির বিশেষ কয়েকটি জায়গাকে চিহ্নিত করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ কর্তা সংবাদমাধ্যমে বলেছেন, ‘জনবহুল এলাকা বিশেষ করে রাজধানীর বাজার এবং তার সংলগ্ন এলাকাতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘বাজার সমিতিগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা কোনও সন্দেহজনক কিছু দেখতে পায়, তবে অবিলম্বে তা স্থানীয় থানায় জানাতেও বলা হয়েছে।’ পাশাপাশি বাজার এলাকার সিসিটিভিগুলি সক্রিয় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। বম্ব স্কোয়াডকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বেঙ্গালুরু ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। বিস্ফোরণের নেপথ্যে কী কারণ ছিল, সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা। এর মধ্যেই বিস্ফোরণের একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + three =