নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: বর্ধমান রেলওয়ে স্টেশনে ৫৪ হাজার গ্যালন ক্ষমতাসম্পন্ন জলের ট্যাঙ্ক ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হল চার। শনিবার পর্যন্ত বর্ধমান স্টেশনে ঘটা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তিনজন। দুর্ঘটনায় গুরুতর জখম অনেকেই এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার সকালে তাঁদের মধ্যে সুধীর সূত্রধর নামের ৬৯বছর বয়সি এক বৃদ্ধর মৃত্যু হয়।
জানা গিয়েছে, সুধীরবাবুর বাড়ি মেমারির কলেজ পাড়া এলাকায়। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। ফলে রেলের ট্যাঙ্ক বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। বাকিদের মধ্যে কেউ কেউ চিকিৎসার পরে বাড়ি ফিরে গেলেও এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। ইতিমধ্যে আহতদের সঙ্গে দেখা করেছেন রাজ্যের একাধিক মন্ত্রী সহ রাজ্যপালও।