বিকানের : রাজস্থানের বিকানের জেলাতে মদান মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হলো ১০ জন। রবিবার হাসপাতালে মারা যান সুশীল সোনি (৫২)।
সমীর ও উত্তম সোনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। সমীর পিবিএম-এ, উত্তম জয়পুরের হাসপাতালে ভর্তি।
উল্লেখ্য, কয়েক দিন আগে সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনায় ১৬ জন আহত হন। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তদন্তে উঠে আসছে দোকানদারদের গাফিলতির অভিযোগ।