জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা ব্যবহারে ছাড়পত্র দিল ড্রাগস্ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। সরকারি সূত্রে জানা গিয়েছে, টিকা এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা (DCGI) জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই এই টিকা দেওয়া চালু হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে কবে থেকে চালু হবে টিকা, তা নিয়ে এখনই স্পষ্ট করে কেন্দ্র কিছু জানায়নি। পাশাপাশি ১২ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁদের জন্য জাইকোভ ডি (জাইডাস ক্যাডিলা ভ্যাকসিন) ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। আবার ৫-১২ বছর বয়সীদের জন্য কোরবেভ্যাক্স টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই।
কয়েকমাসের ব্যবধানে দেশে ফের বাড়ছে করোনার সংক্রমণ। আশঙ্কা রয়েছে ভারতেও আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। এর মাঝেই কমবয়সীদের কথা মাথায় রেখেই জরুরিভিত্তিতে টিকাকরণের পথে হাঁটল ডিসিজিআই। মঙ্গলবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে ৬-১২ বছরের বয়সীদের জন্য করোনার টিকায় ছাড়পত্র দেওয়া হয়েছে। দেশীয় পদ্ধতিতে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাকে এক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। মূলত এই বয়সীদের সকলেই প্রায় স্কুল পড়ুয়া। তাই করোনার প্রকোপ থেকে বাঁচতে তাঁদের টিকাকরণের মাধ্যমে সুরক্ষিত করতে চাইছে কেন্দ্র।