নয়াদিল্লি : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিওস’ থার্ড -এ পুরস্কৃত করলেন সে দেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেস। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং সহযোগিতার প্রতীক হিসেবে এই পুরস্কার তাঁকে দেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে ভারত-সাইপ্রাস বন্ধুত্ব এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সম্মান বলে অভিহিত করেছেন। এই সম্মান দুই দেশের মধ্যে স্থায়ী এবং নির্ভরযোগ্য সম্পর্কের প্রমাণ।
সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদী ১৪০ কোটি ভারতীয়কে উৎসর্গ করেছেন। তিনি রাষ্ট্রপতি, সরকার এবং সাইপ্রাসের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এই সম্মান ভারত-সাইপ্রাস সম্পর্ককে আরও শক্তিশালী এবং বহুমাত্রিক করার প্রতিশ্রুতির প্রতীক বলে অভিহিত করেছেন।