মঙ্গলে হতে চলেছে ঘূর্ণিঝড় মান্থা-র ল্যান্ডফল, দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : মঙ্গলবার ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় ‘মান্থা’। ল্যান্ডফলের সম্ভাব্য অঞ্চল অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল বাংলা থেকে বহু দূরে হলেও দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর থেকেই কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশে মেঘ জমতে শুরু করে। হালকা বৃষ্টিও হয় কোনও কোনও জায়গায়।

মৌসম ভবনের পূর্বাভাস, ‘মান্থা’–য় বাতাসের সর্বোচ্চ গতি খুব বেশি হলে ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে। অর্থাৎ, ‘মান্থা’ প্রাবল্যে ‘তীব্র ঘূর্ণিঝড়’–এর বেশি কিছু হবে না। একই সঙ্গে ল্যান্ডফলের এলাকাও বাংলা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। তবু এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে না বাংলা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও খুব বেশি।

বঙ্গোপসাগরের পরিস্থিতি সম্পর্কে রবিবার দুপুরে মৌসম ভবন যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল, সেটি শক্তি বাড়িয়ে রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার পর থেকে ওই অতি গভীর নিম্নচাপ ঘণ্টায় ছ’কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর–পশ্চিম দিক বরাবর এগোচ্ছে।

সোমবার দুপুরের মধ্যেই অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মান্থা’–য় পরিণত হবে। এর পর তার তীব্রতা আরও বাড়বে। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধের দিকে ‘মান্থা’ অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি কাঁকিনাড়া অঞ্চল দিয়ে ল্যান্ডফল করবে বলে পূর্বাভাস। আবহবিদরা জানিয়েছেন, ল্যান্ডফলের সময়ে ‘মান্থা’ কেন্দ্রের চারপাশে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হবে। অর্থাৎ, ‘মান্থা’ ল্যান্ডফলের সময়ে ‘তীব্র ঘূর্ণিঝড়’–এ পরিণত হবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল বাংলা থেকে বহু দূরে হলেও দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বয়ে যাবে।মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে

বুধবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + five =