এবার লোকালয়ে এক বাসিন্দার পুকুরে কুমির ভাসতে দেখে এলাকায় আতঙ্ক ছড়াল। স্থানীয় বাসিন্দারা কুমির দেখতে ভিড় জমান পুকুরপাড়ে। শুক্রবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মৈপীঠ উপকূল থানার নগেনাবাদ এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তর এবং পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই এলাকা থেকে লোকজনের ভিড় হটিয়ে দেয়। এদিকে, রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুরটিকে জাল দিয়ে ঘিরে ফেলে। তারপর কুমিরটিকে উদ্ধার করা হয়। রায়দিঘি রেঞ্জের এক আধিকারিক বলেন, কুমিরটি প্রায় ৫ ফুটের মতো লম্বা। নদী থেকে কোনও ভাবে পুকুরে এসে পড়েছে। এদিনই কুমিরটির শারীরিক পরীক্ষার পর বনি ক্যাম্পের অধীন লক্ষ্মীখালি খালে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এদিন বাসিন্দা মহাদেব হালদারের পুকুরে কুমির চলে আসে। মহাদেববাবু বলেন, পুকুরে আচমকা একটি ছোট কুমির ভাসতে দেখি। ভয়ে তাড়াতাড়ি পুলিশ ও বনদপ্তরে খবর দিই।