নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: বৃহস্পতিবার কোলিয়ারি এলাকায় ভোট প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহানারা খান। এদিন সকালে বাঁকলো এরিয়ার চনচনি কোলিয়ারিতে প্রার্থীর সমর্থনে শ্রমিকদের নিয়ে পিট মিটিং করে সিপিএম। সেই মিটিংয়ে প্রার্থী জাহানারা খান ছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম দলের জেলা সম্পাদক তথা প্রাক্তন বাম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ অন্যরা।
দুপুরবেলায় প্রার্থী পাড়া বৈঠক করেন বিশ্বেশ্বরী কোলিয়ারির বিভিন্ন শ্রমিক মহল্লায়। প্রচারে বাম প্রার্থী জাহানারা খান বলেন, ‘দেশ বিক্রির পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার কয়লা শিল্প বিক্রি করার চক্রান্ত চালাচ্ছে। পার্লামেন্টে বামপন্থীদের শক্তি বাড়াতে হবে, তা না হলে কয়লা শিল্পকে বাঁচানো যাবে না।’ রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধেও সমালোচনায় সরব হন তিনি। জাহানারা বলেন, ‘বাংলাতে তৃণমূল মাফিয়া ও লুঠের রাজ কায়েম করেছে। বিজেপি আর তৃণমূল একই, এরা সবাই দুর্নীতিগ্রস্ত। দেশ এবং রাজ্য বাঁচাতে একমাত্র বামপন্থীরাই ভরসা।’