২০২১ এর বিধানসভার যাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হাওড়ার প্রাক্তন মহা নাগরিক ও বিশিষ্ট চিকিৎসক রথীন চক্রবর্তী। সেই রথীন চক্রবর্তীকেই এইবার গেরুয়া শিবির লোকসভা ভোটে হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে। আর নিজের নির্বাচনী প্রচারে বেরিয়ে শনিবার পৌঁছে গেলেন মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে তাঁর ‘আশীর্বাদ’ নিতে। যদিও সূত্রের খবর মন্ত্রী বাড়িতে থাকলেও ‘ব্যস্ততার কারণে’ দেখিয়ে দেখা করেননি রথীনের সঙ্গে। তবে রথীন জানান, ‘রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। উনি ব্যস্ত ছিলেন আমার সঙ্গে দেখা হয়নি। আমার নির্বাচনী ক্ষেত্রের সকল নাগরিক এবং যারা আমাদের বিশিষ্টরা রয়েছেন তাদের প্রত্যেককে আমি নমস্কার করেছি। এর আগেও আমার অঞ্চলের কাউন্সিলর শিখা ভট্টাচার্যর আমি আশীর্বাদ নিয়েছি, যিনি আমার প্রাক্তন কাউন্সিলর ছিলেন। ধর্ম দল-মত সবের ঊর্ধ্বে, সবাইকে গুরুজনকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা করা এটাই আমাদের সংস্কার। সৌজন্যের খাতিরে তিনি অরূপ রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’
এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন,’ প্রার্থীর সঙ্গে আমার দেখা হয়নি কারণ তিনি ব্যস্ত ছিলাম। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সৌজন্যবোধ ছিল, আছে এবং থাকবে। তিনিও সৌজন্যবোধে বিশ্বাস করি।’
পাশাপাশি লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রাক্তন সতীর্থ রথীন চক্রবর্তীকে ভোট লড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অরূপ রায়। শনিবার সকালে হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডে নির্বাচনী প্রচার করছিলেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী । তার হুডখোলা জিপ যখন ষষ্ঠীতলায় পৌঁছায় , তখন তিনি গাড়ি থেকে নেমে সরাসরি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে ঢুকে পড়েন।